রাজশাহী জেলা কারাতে রেফারি এসোসিয়েশনের এডহক কমিটি গঠন।

লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার কারাতে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ গত ২৫/০৯/২০২০ ইং তারিখে কারাতে ফেডারেশনের এক সভায় রাজশাহীতে কারাতে ও রেফারি এসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নেন এবং তিন সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করে চিঠি প্রদান করেন। উক্ত কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ কারাতে ফেডারেশনে দাখিল করার জন্য বলা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট কমিটিতে মো: সাইফুদ্দিন বাচ্চু আহবায়ক, মোবাইল: ০১৭১৬-১৪৭২০২, মো: বকুল হোসেন সদস্য, ০১৭১৫-৪০৫৮৬০ মো: ফরমান আলী সদস্য ০১৮৩১-৭৮১২৩৫।
রাজশাহীতে যারা ডাব্লিকেএফ এর অনুমোদিত চারটি স্টাইল যথাক্রমে: সোতোকান, সিতো-রিউ, ওয়াদোরিউ এবং গোজোরিউ স্টাইলে কারাতে প্রশিক্ষন প্রদান করেন। সে সকল সিনিয়র কারাতেকা ও প্রশিক্ষকদের এডহক কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। কমিটি ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কমিটি বিষয়ে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে অবগত করা হয়েছে।