সিরাজগঞ্জে RAB এর হাতে ১০ মাদকসেবী আটক।

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন   |   রাজশাহী


সিরাজগন্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদক সেবীকে আটক করেছে র‌্যাব-১২।

আটককৃতরা হলেন: নুরুল মিয়া (৩০), আরশাফুল (২২), সাজু (২৬), রাসেল রানা (২২), শাহিদুল প্রামানিক (২৭), মকুল হোসেন (৩৬), রফিকুল ইসলাম(৩৫), রফিকুল ইসলাম (৩৭), দানেশ আলী (৫০), নুরুল ইসলাম (৩২)।

এ সময় তাদের কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় এ ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেককেই ১শ টাকা জরিমানা ও একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।