বাল্যবিয়ে মেয়েদের মৃত্যুর দিকে ঠেলে দেয় - আব্দুল কুদ্দুস এমপি

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০২:২৭ অপরাহ্ন   |   রাজশাহী


 জাহিদ হাসান নাটোর 

বাল্যবিয়ে দিয়ে নিজের কন্যা সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় নারীদের উদ্দেশ্যে প্বরধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল কিদ্দুস এমপি কথাগুলো বলেন৷ তিনি আরো বলেন, আপনার কন্যা সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করুন। দেশ ও জাতীর কল্যাণে তারা কাজ করবে। বাল্যবিয়ের ফলে একটি মেয়ে অল্প দিনেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, সংসারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছে। তাই প্রতিটি কন্যার পরিবারকে তিনি তাদের সন্তানদের বাল্যবিয়ে না দিয়ে বরং বাল্যবিয়ের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 


বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবসের সভায়   সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস বক্তব্য ছাড়াও  বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, কৃষি কর্মকর্তা আব্দুল করিম, মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমীন প্রমুখ।