পদ্মবিলকে আর্কষনীয় করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে -আব্দুল কুদ্দুস এমপি।

জাহিদ হাসান নাটোরঃ
প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাজগাও ইউনিয়নে চিনি ডাঙ্গা বিলকে পর্যটকদের কাছে আরও আর্কষনীয় ও দর্শনীয় করতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। মঙ্গলবার বিকেলে চিনিডাঙ্গা বিল পরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বলেন পদ্ম ফুলে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে চিনিডাঙ্গা বিল কে আকর্ষণীয় করে তুলছে। এর সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে। তবে এই পদ্মবিলে আসার জন্য রাস্তা যানবাহন রাখার জায়গা এবং টয়লেট সহ বেশ কিছু সমস্যা রয়েছে। এতে করে দর্শনার্থীরা বিড়ম্বনার মুখে পড়ছে। যাতে করে দর্শনার্থীরা কোন বিড়ম্বনার মুখে না পড়ে। তাছাড়া ছোট ছোট যে সব অসুবিধা রয়েছে, সেগুলো আমরা স্থানীয় ভাবে সমাধান করবো।পরিদর্শনে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ,বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী জনাব আব্দুর রহিম,বড়াইগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- জনাব আব্দুর রাজ্জাক।বড়াইগ্রাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, মোঃ মঞ্জুর মুর্শেদ ছিলেন