রাজশাহীতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব হাতধোয়া দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামিম আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলীর সকল কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মী এবং কর্মকর্তাগন।