রাজশাহীতে জাতীয় যুব দিবস -২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ "মুজিব বর্ষের আহবান যুব কমর্সংস্থান -"প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচী মধ্যে দিয়ে রাজশাহীতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারের উন্নয়ন,যুবদের ভুমিকার উপর গুরুত্ব রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ৬ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা।