শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বড়াইগ্রামে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

জাহিদ হাসান (নাটোর) প্রতিনিধি.
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজ।
ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজ সভাপতি ফারদিন আহম্মেদ এর সভাপতিত্বে বিকাল ৪ টার দিকে জোনাইল বাজারে ওই মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নিবিড় আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আরব আলী জয় , গুরুদাসপুর উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকন ইসলাম, বড়াইগ্রাম উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ন আহ্বায়ক জয়নুল আবেদীন মৃধা, জোনাইল ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজের সকল নেতাকর্মী। সার্বিক সহযোগিতা ছিলন জেলা ছাত্রসমাজ নেতা খালিদ হাসান অনিক।