রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু।

রাজশাহীতে ছাড়ছে না করোনায় মৃত্যুর মিছিল আরও ১৮ জনের মৃত্যু
মোঃ লিয়াকত হোসেনঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
মৃত ১৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ হয়ে অন্য ১৪ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
এ তথ্য নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।
রামেক পরিচালক বলেন, করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৪ জন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে এবং নাওগাঁ ও কুষ্টিয়ায় ১ জন করে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, করোনা রোগীদের জন্য ৪৫৪ বেড প্রস্তুত ছিলো। নতুন করে আরো একটি ওয়ার্ড চালু করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। শনাক্তের হার ৩৪.০৪শতাংশ।
গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।