রাজশাহীতে র্যাবের হাতে বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ
আজ সোমবার বিকেল ৪.৩০ মিনিটের সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বিসিক সপুরা টিটিসি মোড় এলাকায় অভিযান পরিচলনা করে র্যাব- ৫ এর একটি টিম। এসময়
১৯ বোতল বিয়ার ক্যান- বা ৬.২৭ লিটার বিয়ার ও মোবাইল - ০১ টি, সীমকার্ড- ০১ টি এবং আসামী ১। মোঃ জিয়া আলী (৪৮)কে গ্রেফতার করা হয়।
সে নগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা বিসিক শিল্প নগরীর মৃত আলহাজ কেরামত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বিসিক টিটিসি মোড় সপুরা আয়াফ মোটরস্ এর দোকানের ভিতর একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪.০০টার সময় উল্লিখিত ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র র্যাবের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকরে এসময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে তাত ডান হাতে থাকা ০১টি সাদা প্লাষ্টিকের ব্যাগসহ আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী সারণি ২৪ (ক) ধারার মামলা রুজু করা হয়েছে।