সলঙ্গায় ২০ লাখ টাকার হেরোইনসহ ২ নারী ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লাখ টাকার হেরোইনসহ ২ র্শীষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।গতকাল ( ২৭ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার র্যাব-১২ এর সদর দপ্তরের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০(দুইশত) গ্রাম হেরোইন ( যার আনুমানিক মুল্য ২০ লাখ টাকা )সহ ২ র্শীষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন এবং নগদ ২১৫২(দুই হাজার একশত বায়ান্ন) টাকা জব্দ করেন।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-রাজশাহী জেলার বোয়ালীয়া থানার শেকের চক গ্রামের মৃত হারুন অর রশিদ এর মেয়ে সোমা খাতুন(৩০) ও গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলাম এর মেয়ে আইভি খাতুন ময়না(৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।