রাজশাহীতে ডিবি’র অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে মোঃ ফারুক হোসেন(৫২)।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আবু জোবায়ের ও তাঁর টিম গতকাল মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটের সময় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধে ডিউটি চলমান ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় একজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।