কর্মহীন ৫০ পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্য সহায়তা,

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন   |   রংপুর


মোঃআবু তাহের 

নীলফামারীর জেলা ব্যুরো প্রধানঃ নীলফামারীর,কিশোরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, তাই হয়তো জেলার আর সব উপজেলার চাইতে পিছিয়ে আছে কিশোরগঞ্জ। তবে পিছিয়ে নেই মানবতার হাত বাড়িয়ে দেয়ার ব্যাপারে,

আমরা মুন্সীপাড়াবাসী’র উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের মুন্সীপাড়া মহল্লার কর্মহীন ৫০ পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে শুক্রবার রাতে ও শনিবার সকল পর্যন্ত ।

 

মুন্সীপাড়া মহল্লার ডা. আজিজুল ইসলামের বাড়িতে খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধনকালে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট) বলেন বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, তবে সরকারের একার পক্ষে সম্ভব না মুন্সীপাড়া বাসীর মতো

 সবাইকে এগিয়ে আসতে হবে আল্লাহ আমাদের কে হেফাজত করবেন ইনসাআল্লাহ।


সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ  বলেন বাংলাদেশে করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে  আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যু, এ অবস্থায় ঘর থেকে বের হবেননা। 


আমরা মুন্সী পাড়াবাসী’র পক্ষে প্রেস ক্লাবের সাবেক সভাপতি   ফজল কাদির, বলেন 

‘আমরা মুন্সী পাড়াবাসী’র খাদ্য কর্মসূচি অব্যাহত থাকবে ইনসাআল্লহ। এ সময় ‘আমরা মুন্সিপাড়াবাসী’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

রংপুর এর আরও খবর: