মেসির হাত ধরে পিএসজির প্রথম জয়।

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ অপরাহ্ন   |   খেলাধুলা


প্রতিবেদক, টিপু সুলতানঃ

 চ্যাম্পিয়ান লীগ মানে সেরাদের সেরা হবার মঞ্চ।  এই মঞ্চে ইউরোপের সেরা দলগুলোর মাঝে লড়াই হয়। লীগ ওয়ান চ্যাম্পিয়ান পিএসজি এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিলো ইংলিশ চ্যাম্পিয়ান ম্যানসিটির বিপক্ষে। কিন্তু কখনোই জয়ের মুখ দেখে নি।


একটা চ্যাম্পিয়ান লীগ জয়ের জন্য একের পর এক তারকা ফুটবলার পিএসজি শিবিরে যুক্ত করেছে। কিন্তু তাতে ও কাজ হচ্ছে না। তাই সবশেষে মেসিকে তাদের দলে ভিড়িয়েছে।


তার ফল হিসাবে প্রথম জয় পেলো ম্যানসিটির বিপক্ষে। এখন পিএসজি ফ্যানদের আশা মেসির হাত ধরে এই শিরোপা খরা কাটবে।


গতকাল সিটির বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিলো পিএসজি। তাই শুরু থেকেই আক্রমণে গিয়ে সাফল্য পায়। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় মেসি বাহিনী। টানটান উত্তেজনায় ১-০ ব্যাবধানে বিরতিতে যায়।বিরতি থেকে ফিরে দু দল সমান তাহলে লড়ায় করে একের পর এক আক্রমণ করে দু দল কিন্তু জালের ঠিকানা খুঁজে পায় না। 


ম্যাচের ৭৪ মিনিটে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে নেইমারকে দেয় ডি-বক্সে ঢুকে কিন্তু নেইমার সুযোগ পায় নি বলে মেসিকে আবার বল দেয়।আর সেই বলে দৌড়পাল্লার শটে জালের নিশানা খুজে পায় মেসি।এটি তার অভিষেক গোল পিএসজির হয়ে। দারুণ শুরুতে সিটির বিপক্ষে ২-০ তে জয় পেলো মেসি নেইমার বাহিনী।

খেলাধুলা এর আরও খবর: