আমতলী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা একাদশ বিজয়ী

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ন   |   খেলাধুলা




মোঃ ইমরান হোসাইন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ 


মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আমতলী সরকারি এ,কে স্কুল মাঠে অনুষ্ঠিত আমতলী পৌরসভার একাদশ ও আমতলী সদর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভা একাদশ ১-০ গোলে জয়ী হয়। আমতলী পৌরসভা একাদশের পক্ষে গোল করেন নাইজেরিয় খেলোয়ার ইভান্স।


আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু। বিশেষ অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বাখেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লা বিন রশিদ, আমতলী উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নুসরাত জাহান লিমু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা ও বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক প্রমুখ।

খেলাধুলা এর আরও খবর: