নেইমার ভক্তদের জন্য আসছে সুখবর

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন   |   খেলাধুলা


আউয়াল ফকির,

নেইমারের সর্বশেষ মেডিক্যাল আপডেট দিয়েছে পিএসজি, যেখানে তারা উল্লেখ করেছে নেইমারের পায়ের চিকিৎসা সঠিকভাবেই অব্যাহত আছে এবং সবকিছু ঠিক থাকলে তিনি জানুয়ারীর ১৫/১৬ তারিখের দিকে অনুশীলনে ফিরবেন এবং ২৩ জানুয়ারী রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরবেন। কিছুদিন আগে ধারণা করা হচ্ছিলো নেইমার ১০ তারিখের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন, তবে যেহেতু নেইমারের এ্যাংকেলে আগেও একই ধরনের ইনজুরি ছিলো এবং আগামী মাসে পিএসজির যেহেতু রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আছে তাই নেইমারকে ফিরিয়ে আনতে তাড়াহুড়ো করতে চাচ্ছে না পিএসজি।

নেইমার এখন ব্রাজিলে অবস্থান করছেন এবং সেখানেই ব্যক্তিগত ট্রেইনার এবং পিএসজির ফিজিওর তত্বাবধানে তার চিকিৎসা চলছে। সবকিছু ঠিক থাকলে ৮ অথবা ৯ জানুয়ারি তিনি প্যারিসে ফিরে এসে দলের সাথে জিমে অংশ গ্রহণ করবেন।

খেলাধুলা এর আরও খবর: