বর্তমানে ব্রাজিলের সবচেয়ে আলোচিত কিশোর ফুটবলারের নামটি এন্ড্রিক।
আউয়াল ফকির
ইতিমধ্যে প্রায় ১৬৭টি গোল করা ১৫ বছরের এই বালককে কেনার জন্য লাইন লেগে গেছে ইউরোপিয়ান জায়ান্টদের।
বার্সালোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার্ন, পিএসজি, ম্যানইউ, লিভারপুল, চেলসি, আর্সেনাল, ম্যানচেষ্টার সিটির মত জায়ান্টরা লড়াই করছে তাকে পাওয়ার জন্য।
তবে সম্ভবত শেষ পর্যন্ত কপাল খুলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদেরই।আজকে ব্রাজিলের সবচেয়ে বড় যুব ফুটবল টুর্নামেন্ট কপিনহার ফাইনাল ম্যাচ ছিল এবং এই ফাইনালে সান্তোসের বিপক্ষে ৪-০ গোলে জিতে পালমেইরাস।
ম্যাচে পালমেইরাসের হয়ে একটি গোল করেন এন্ড্রিক।এই ম্যাচটি দেখার জন্য মাঠে উপস্থিত ছিল ম্যানসিটি এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধিরা। তারা নজর রাখছিল এন্ড্রিকের উপর।
২০২২ সালে অনুষ্ঠিত এই আসরে ২টি ম্যাচে চারটি গোল করেছেন এন্ড্রিক এবং হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার।কয়েকটি গনমাধ্যমের মতে, এন্ড্রিককে কেনার খুব কাছেই আছে রিয়াল মাদ্রিদ।
তাকে কিনতে রিয়ালের খরচ হবে ২০-২৫ মিলিয়ন ইউরো যা বেতন বোনাস মিলিয়ে ৪০ থেকে ৪৫ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।
তবে এখানে একটি কথা উল্লেখ্য যে, এন্ড্রিককে রিয়ালে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে।