এবার আইপিএলে তাসকিন!
আউয়াল ফকির
মার্ক উডের জায়গায় তাসকিনকে চাচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস! বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে আইপিএলে গৌতম গম্ভীর তার দলে চেয়েছে এবং সেটা পুরো মৌসুমের জন্যই। রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এবারের আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। গৌতম গম্ভীরের এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে। আজকের মধ্যেই লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে তাসকিনকে নিয়ে বোর্ডের সিদ্ধান্তের কথা।
তবে কি সুযোগ দিবে, বিসিবি বস নাজমুল হাসান পাপন তাসকিনকে আইপিএল খেলতে???