বিশ্বকাপে অবশ্যই ফেবারিট ব্রাজিল, নেইমার

 প্রকাশ: ১৭ মে ২০২২, ০৭:০৫ অপরাহ্ন   |   খেলাধুলা


আউয়াল ফকির


বিশ্বকাপের আসর মানেই ব্রাজিল ফেবারিট। যেকোন বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়েই খেলতে যায় ব্রাজিল। ব্যতিক্রম নয় এবারও। কাতার বিশ্বকাপেও ফেবারিটের তকমা নিয়েই যাচ্ছে তারা।


ব্রাজিলের এবারের দলটি রীতিমত তারকায় ঠাসা। যদিও প্রতিবারই ব্রাজিলের দলটি তারকায় ভরপুর থাকে। তবে এবার একটু অন্যরকম। সবাই সেরা ছন্দে আছে এবার।


গোলপোস্টে অ্যালিসন থেকে শুরু করে আক্রমন ভাগে নেইমার পর্যন্ত, সবাই দারুণ ফর্মে আছে। আর ফর্মে থাকা ব্রাজিলিয়ানদের সামনে যেকোন দলই উড়ে যেতে পারে।


 পিএসজির প্লেয়ারদের সঙ্গে ইনস্টগ্রামে লাইভ আড্ডায় উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে নেইমার বলেন, কোন দলটি বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট? অবশ্যই ব্রাজিল।

খেলাধুলা এর আরও খবর: