ফিফা আন্তর্জাতিক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিল।

আউয়াল ফকির
ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েছিলো ব্রাজিল কিন্তু বল বারে লেগে ফিরে আসছে
প্রথম হাফে জাপানের ডিফেন্স এ মুহুর্মুহু আক্রমণ করেও কাংখিত গোল পায়নি কেউ।
জাপানের গোলকিপার তিনটি সেইভ দিছে
দ্বিতীয় হাফ সেই ছন্ন ছাড়া ফুটবল, ভুল পাস গোলবারের সামনে গিয়ে বল হারানো, নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়ররা পুরোপুরি ব্যর্থ
সত্যি বলতে আজ অনেক ফিনিশিং এর অভাব টের পেলাম।
ব্রাজিল জিতলেও জয়টা ভালো চোখে দেখার উপায় নেই
জাপান অনেক ভালো খেলছে, জাপানের রক ডিফেন্সকে সত্য বাহবা দিতেই হয়।
বিশ্বকাপের আগে ব্রাজিলের এমন হতাশাজনক পারফরম্যান্স সত্যি মনটা খারাপ হয়ে গেলো
এরকম ফুটবল খেললে কাতার বিশ্বকাপে আবারও হতাশ হতে হবে ব্রাজিলের।
জয় সূচক গোলটি করেন নেইমার জুনিয়র পেনাল্টি কিক থেকে।
ওদিকে সেদিন ব্রাজিলের সাথে পাঁচ গোল হজম করা দক্ষিণ কোরিয়া জিতেছে ২-০ ব্যবধানে চিলির বিরুদ্ধে।