বাফুফে ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২'এ অংশ নিতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় দলের ঢাকা গমন।
মনা,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ কোভিড-১৯,করোনা বিরতি শেষে প্রায় দুই বছর পর আবারও শুরু হতে চলেছে "জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২"। তবে এবারের আসরে কমেছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। সিলেটের বণ্যা এবং নানা কারনে ১৩ জেলাকে ছাড়াই এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় দলের নেতৃত্ব দানকারী ঐ স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০১১ সালে পথচলা শুরু হয় স্কুল ফুটবল টুর্নামেন্টের। তবে নানা কারণে নিয়মিত হতে পারেনি, করোনায় ২ বছরের বিরতি শেষে, ফের মাঠে গড়াতে যাচ্ছে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা। শিরোপা জয়ের আশা নিয়ে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী'র ২০ জন শিক্ষার্থী "বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২" এ অংশ নিচ্ছে।
এদিকে, রবিবার(২৬ জুন) বেলা ১১টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি'র সভাপতি ও বেনাপোল পৌর আ.লীগের সভাপতি-এনামুল হক মুকুল শিক্ষাঙ্গণে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং শতভাগ জয়ের আশা নিয়ে দলের কোচ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলয়াড় মোঃ সাব্বির আহম্মেদ পলাশ কে বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, বেনাপোলের সাবেক শিক্ষক মোঃ আব্দুল মান্নানের এক লাইভ সাক্ষাৎকার বেনাপোল সাবেক/বর্তমান অনলাইন গ্রুপে প্রচারের পরপরই সাবেক শিক্ষার্থীরা আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থীদের খেলায় অংশ গ্রহণ ও দলের কোচ এবং শিক্ষকদের ঢাকায় গমণাগমণে সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতায়। এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটি।
খেলায় অংশ গ্রহণ কল্পে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০ (কুড়ি) জন প্রতিযোগী শিক্ষার্থী,৩(তিন) জন শিক্ষক,১(এক)জন কোচ ও ১(এক) জন ধারা ভাষ্যকর ১২.৪৫ মিনিটের বেনাপোল-ঢাকা "বেনাপোল এক্সপ্রেস" রেলে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তাদেরকে সহযোগীতা করেন- আলহাজ্ব আব্দুল মান্নান(সাবেক প্রধান শিক্ষক,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়), বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক/বর্তমান অনলাইন গ্রুপের এডমিনার- মোঃ মিলন হোসেন,শফি কদর(সভাপতি,বেনাপোল সমিতি,ঢাকা), ধারা ভাস্যকর-ডাঃ আবু রায়হান রাজ।
প্রতিযোগী শিক্ষার্থীরা হলেন-সাইদুর রহমান রাতুল,তৌহিদুর রহমান রচি,মোঃ আবির হাসান রিমন,মো:নাইমুর রহমান তানজীম,মোঃ সৌরভ হোসেন,মোঃ অনিক হোসেন আকাশ,মোঃ রাতিন রেজা,শ্রী সানজিদ গাইন,মোঃ হারুন অর রশিদ,মোঃ সিয়াম হোসেন,মোঃ পিয়াস হোসেন,মোঃ মারুফ হোসেন,ফাহিম ফয়সাল শোভন,রাজু আহম্মেদ,মোঃ ওয়ালিদ হাসান,মোঃ শাহিদ আদল সান,মোঃ ইমন হুসাইন,মোঃ নাফিদুল হাসান নাফি,মোঃ শরিফ উদ্দিন আলিফ,মোঃ সাফিন হাসান আকাশ।
কোচ:- মোঃ সাব্বির আহম্মেদ পলাশ(সাবেক জাতীয় ফুটবলার)।
শিক্ষকবৃন্দ:-১। শেখ সিরাজুল ইসলাম(প্রধান শিক্ষক,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়)।
২। ক্রীড়া শিক্ষক:- মোঃ আব্দুল হাই।
৩। সিনিয়র শিক্ষক:-মোঃ মোখলেছুর রহমান।
ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতার স্থান:- আউটার স্টেডিয়াম,ঢাকা।
তারিখ:-২৮/০৬/২০২২ ইং বিকাল ৩.৩০ মিঃ (বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় বনাম আলী ইদ্রিস হাইস্কুল,হবিগঞ্জ)।
তারিখ:-৩০/০৬/২০২২ ইং বিকাল ৩.৩০ মিঃ(বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় বনাম লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী,পটুয়াখালী)।