নেইমারের সম্ভাব্য গন্তব্য জুভেন্টাস বা চেলসি।
নেইমারকে পিএসজি বিক্রি করার জন্যই চেষ্টা করছে আর্থিক কারণে। পিএসজির সবচেয়ে বেশি বেতনভুক্ত প্লেয়ার ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নের পর নেইমার এখন দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত প্লেয়ার।
ফলে এমন অবস্থায় পিএসজি নিজেদের আর্থিক খরচ কিছুটা কমানোর জন্য নেইমারকে বিক্রির চিন্তা করছে। বেতন ও নেইমারের ইনজুরির রেকর্ডের কারণেই পিএসজির এমন চিন্তা ভাবনা।
স্প্যানিশ গনমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, জুভেন্টাস নেইমারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী। আলেগ্রী দলের শক্তি বাড়ানোর জন্য নেইমারের প্রয়োজনীয়তা অনুভব করছেন।
তবে জুভেন্টাসে আসতে হলে নেইমারকে বেতন কমাতে হবে। পিএসজিতে তিনি যে বেতন পান সেটা জুভেন্টাস দিতে পারবে না।
অন্যদিকে ইংলিশ জায়ান্ট চেলসিও হতে পারে নেইমারের পরের গন্তব্য। আগামী মৌসুমে শক্তিশালী দল গঠন করতে চায় চেলসি এবং সেখানে নেইমার বড় ভূমিকা রাখতে পারে।
©️স্পোটস প্রতিদিন