কুলাউড়ায় মার্বেল খেলাকে কেন্দ্র করে যুবকের উপর হামলাঃ থানায় মামলা

 প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১০:৪৭ অপরাহ্ন   |   খেলাধুলা







নিজস্ব প্রতিবেদকঃ


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ৮ নং রাউৎগাও ইউনিয়নে মার্বেল খেলাকে কেন্দ্র করে হামলায় উক্ত ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। 




গত ১৭ জুলাই ২০২২ তারিখ রবিবার রাত অনুমানিক রাত ১০ ঘঠিকার সময় রাউৎগাও পীরের বাজার হইতে বাড়ি যাওয়ার পথে আব্দুল্লাহ আল মামুন হৃদয় কে একা পেয়ে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে , রাসেদ মিয়া (২০), সামাদ মিয়া(২৫), আয়েছ মিয়া (৩৫), আয়াত মিয়া (৩৬), বাবুল মিয়া (২৫), সুরত মিয়া (৫৫), গং


এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন হৃদয়ের মা মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করে উল্লেখ করে এ প্রতিবেদকের কাছে বলেন, আব্দুল্লাহ আল মামুন হৃদয় ও রাসেদ মিয়া (২০) এর সাথে মার্ভেল খেলা নিয়ে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেই সময় তাৎক্ষণিক আশপাশের মানুষ সেটা মিমাংসা করে দেন।


উক্ত বিষয় নিয়া রাসেদ মিয়া (২০) আক্রোশ্বানিত থাকে এবং গত ১৭ জুলাই ২০২২ তারিখ রবিবার রাত অনুমান ১০ ঘটিকায় আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন হৃদয় একা রাউৎগাও পীরের বাজার থেকে বাড়ি ফিরার পথে, পীরের বাজার রেলগেইট পৌছেলে উপরে উল্লেখ ব্যাক্তি ও গংরা মিলিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে দা, লোহার রড, লাঠি সোটা সহ বিভিন্ন বেইনি অস্ত্রস্বত্র হাতে নিয়ে পথরুদ্ধ করে হামলা চালায় রাসেদ মিয়া (২০) হাতে দা নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ছেদ মারিলে আব্দুল্লাহ আল মামুন হৃদয় হাত দিয়া তা ফিরানোর চেষ্টা করায় হাতের হাড় ভেঙ্গে যায়, মাঠিতে পরে সেই অবস্থায় মিলিত সবাই, লোহার রড, দা, লাঠি,সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালাতে থাকে, পরে মৃত্যু ভেবে সেখানেই ফেলিয়া তাহারা চলিয়া যায়।



পরবর্তীতে রাস্থায় চলাচলকৃত লোকজনেরা উদ্ধার করিয়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত ডাক্তার সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করেন৷ বর্তমান আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন হৃদয় কিছুটা সুস্থ হওয়ায় আমি তাহার মাতা মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করি।


এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো.সালেহ আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন না ধরার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খেলাধুলা এর আরও খবর: