পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল।
নারী কোপা আমেরিকায় নিজেদের শেষ ম্যাচে গ্রুপ পর্বের সবচেয়ে বড় জয় পেয়েছে ব্রাজিলিয়ান নারীরা। আজকে পেরুকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল নারীরা।
বি গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল ব্রাজিল। প্রথম তিন ম্যাচে টানা জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা।
আজকে তারা নেমেছিল নিয়ম রক্ষার ম্যাচে। সেই ম্যাচেই আজকে পেরুর বিপক্ষে গোল উৎসব করেছে ব্রাজিলের নারীরা।
ম্যাচের প্রথম মিনিটেই গোলের সূচনা ব্রাজিলের। ডুডা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ১৭ মিনিটে সাম্পাইও গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৪১ মিনিটে ফেরেইরা গোল করে ব্যবধান করেন ৩-০।
বিরতির আগেই আরও একটি গোল আসে ব্রাজিলের। পেনাল্টি থেকে ম্যাচের ৪৪ মিনিটে সান্তোস সিলভা গোল করে হালী পূর্ণ করেন।
বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে পালেরমো গোল করে ব্যবধান করেন ৫-০। ৫০ মিনিটের সময় আরও একটি পেনাল্টি পায় ব্রাজিল এবং সেখান থেকে গোল করে হাফডজন পূর্ণ করেন আড্রিয়ানা দ্যা সিলভা।
শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।