বিশ্বকাপে নেইমার অনিশ্চিত।
ইন্জুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের, প্রতিটা মৌসুমী ইন্জুরির সাথে যুদ্ধ করে কাটানো লাগে নেইমারের। ২০১৪ বিশ্বকাপ শেষ হলো ইন্জুরির কারণে। ইন্জুরি ইন্জুরি ইন্জুরি আর কত ইন্জুরি দেখবে নেইমার ভক্তরা? এবার কাতার বিশ্বকাপে সকল ব্রাজিলিয়ান ভক্তরা তাকে নিয়ে আসার পারদ গুণছিল ১০০% ফিট নেইমারকে পেয়েছিল, কিন্তু কি হলো এটা নেইমারের সার্বিয়া ডিফেন্ডারদের বাজে ট্যাকেলে আবার সেই ভয়াবহ ইন্জুরিতে নেইমার। ২০২২ কাতার বিশ্বকাপ ও ইন্জুরিতে পরলো নেইমার। মোটামুটি প্রস্তুতি ম্যাচ গুলি শিওর মিস করবে তারপরও দেখা লাগবে নকআউট স্টেজে খেলতে পারে কিনা?