আগামী বিশ্বকাপে খেলতে পারবে না আর্জেন্টিনা!
আউয়াল ফকির
নিজস্ব প্রতিবেদন
কোপা আমেরিকা অনূর্ধ্ব ২০ এর গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ার কারণে আগামী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকেও বাদ পড়ে গেলো আর্জেন্টিনা।
উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ কোপাতে প্রতিটা গ্রুপ থেকে তিনটি করে দল ফাইনাল রাউন্ডে উঠে। সেখানে দুই গ্রুপ থেকে যে ছয়টি দল উঠে তাদের মধ্যে আবার লড়াই হয়। সেই লড়াইয়ে শীর্ষ চারটি দল পরবর্তী অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে অংশ নিতে পারে।
এছাড়া এই ছয়টি দলের মধ্যে যে তিনটি দল সবার উপরে থাকে, তারা প্যান আমেরিকানস গেমসে অংশ নেয়। আর্জেন্টিনা সেটাও মিস করবে এবার।