বড়াইগ্রামে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্প্রতিবার বিকেলে উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সাজেদুর রহমান খান।
প্রতিষ্ঠান প্রধান বাবু গৌরপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।আব্দুল করিম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া,সাবেক সদস্য আবুল কালাম জোয়াদ্দার,প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামানিক, আনোয়ার হোসেন দুলাল, আবুল কালাম আজাদ প্রমুখ ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।শিক্ষার্থীদের একক এবং সমবেত পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে।