অ্যালিসনের টানা পাঁচ ক্লিনশিটে জমে উঠে ইপিএলের গোল্ডেন গ্লাভসের লড়াই
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুতে নিউক্যাসলের গোলকিপার নিক পোপে ক্লিনশিটের লড়াইয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও মৌসুমের শেষ দিকে এসে লড়াইটা জমে উঠেছে। এখন ৫ জন গোলকিপার লড়াই করছে এই গোল্ডেন গ্লাভসের জন্য। এখনও অবশ্য সবার উপরেই আছে নিউক্যাসল গোলকিপার। তিনি এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। তারপরই আছেন আর্সেনালের গোলকিপার রামসডালে। তিনি ১১টি ক্লিনশিট রেখেছেন। তবে ক্লিনশিটের এই লড়াইয়ে হঠাৎ করেই সবচেয়ে দ্রুত উপরে উঠে আসছেন লিভারপুলের অ্যালিসন বেকার। লিগে শেষ ৫টি ম্যাচেই তিনি ক্লিনশিট রেখেছেন। এই নৈপুন্যে তার ক্লিনশিটের সংখ্যা এখন ১০টি যা যৌথ ভাবে ডি গিয়ার সঙ্গে তাকে বসিয়েছে তৃতীয় স্থানে। এরপরই আছেন ম্যানচেষ্টার সিটির এডারসন। তিনি মোট ৯টি ক্লিনশিট রেখেছেন। এই গোলকিপারদের মধ্যে কারও হাতেই উঠতে পারে গোল্ডেন গ্লাভস। তবে অ্যালিসন বেকার এবং লিভারপুল হঠাৎ করেই যেভাবে খারাপ সময়টা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে অ্যালিসন সবাইকে টপকে উপরে উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে।