ডাসার জুনিয়র প্রিমিয়ার লিগ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের ডাসার উপজেলায় "মাদককে না বলি, চলো ফুটবল খেলি" এই স্লোগানকে সামনে রেখে ডাসার প্রিমিয়ার লিগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডাসারের ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে যুব সমাজের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ডেঞ্জার বয়েস ও রয়েল বিডি দল। রয়েল বিডি দলকে ২-০ গোলে পরাজিত করে ডেঞ্জার বয়স দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন ডাসারের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ।স্থানীয় সুধীমহলের বক্তব্যে তারা বলেন এই ফুটবল খেলার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কারণ যুবসমাজ যদি খেলাধুলায় মগ্ন থাকে তাহলে আর নেশায় আসক্ত হবেনা। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।