ফিরে এসেছে কে, এসেই আজকের প্লেয়ার অব দ্যা ম্যাচ।

বার্তা সম্পাদক
আউয়াল ফকির
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে অলিম্পিক লিওনকে হারিয়ে সেমি ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। দলকে সেমিতে তোলার নায়ক কার্লোস হেনরিক ক্যাসেমিরো।
কি করেনি আজকের ম্যাচে? ম্যাচ গড়িয়েছিল ৯০ মিনিট ছাপিয়ে ১২০ মিনিটে, যেখানে ইউনাইটেড তখনও এগ্রিগেট ৪-২ গোলে পিছিয়ে।
শুরু হয় ক্যাসেমিরো তান্ডব! ১১৩ মিনিটে পেনাল্টি উইন করেছে যেটা থেকে ব্রুনো গোল করলো (৩-৪)। ১২০ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরায় মাইনোর গোলের এসিস্ট করে (৪-৪)। সবশেষ ১২১ মিনিটে হ্যারি ম্যাগুইরের গোলের এসিস্ট করে দলকে ৫-৪ গোলে জিতিয়ে সেমিতে তুললো ক্যাসেমিরো।
এখানেই শেষ নয়! ম্যাচে সর্বোচ্চ চান্স ক্রিয়েট (৪), সর্বোচ্চ ট্যাকেল (৩) এবং সর্বোচ্চ ডুয়েল জিতে (৯) ক্যাসেমিরো। ফুটমুব রেটিং ৯.৪★।
এই ক্যাসেমিরোকে কিনা কোচ বসিয়ে রাখে!!