বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ আবার শুরু হতে যাচ্ছে।

 প্রকাশ: ০২ জুন ২০২০, ১২:৫৬ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ  রিপোর্টার, আউয়াল ফকিরঃ


সাম্প্রতিক নোবেল করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বো থমকে গেছে।

ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ গুলো ও বন্ধ হয়েছিল। এবার সেই বিশ্বকাপের ম্যাচগুলো আবারো অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত আসলো।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশটির নাম কাতার। আর এই কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য ল্যাতিন আমেরিকার দলগুলোর লড়াই ইতোমধ্যে শুরু হওয়ার কথা ছিল।

চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল বাছাই পর্বের ম্যাচগুলোর। কিন্তু করোনা ভাইরাসের তান্ডবের কারণে সময় মত অনুষ্ঠিত হতে পারেনি ম্যাচগুলো।

তবে ইতোমধ্যে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন লিগ ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে ফিরেছে জার্মান বুন্দেশলীগা। লা লিগা ফিরবে এই মাসেরই ১১ তারিখ থেকে। সিরিএ এবং ইপিএলও ফিরছে।

যখন সব ধরণের ফুটবল ফেরার প্রতিক্ষায় তখন কনমেবল অর্থাৎ ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ সংস্থা সিদ্ধান্ত নিতে যাচ্ছে ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় ক্লাব ফুটবল কোপা লিবার্তাদোরেস চালু করার। সেটা সেপ্টেম্বর থেকে।

তবে কোপা লিবার্তাদোরেস নিয়েই বসে নেই কনমেবল। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোও শুরু করতে যাচ্ছে তারা। 

বিশ্ববাসী আবারো ফুটবল বিশ্বকাপের আনন্দ ভোগ করবেন।

খেলাধুলা এর আরও খবর: