কোটচাঁদপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত।

 প্রকাশ: ১০ জুন ২০২০, ০৮:০৭ অপরাহ্ন   |   খেলাধুলা


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

কোটচাঁদপুরে আরো ১ জন  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১০ শে জুন (বুধবার ) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।


জানান, কোটচাঁদপুর পৌর শহরের টি এন্ড টি পাড়ার বাসিন্দা (৫৫) বছরের এক মহিলা। তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ায়  পাঠানো হয়েছিল।


আজ ১০ শে জুন (বুধবার) সকালে ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়।

ডাঃ রশিদ জানান, বর্তমানে আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লক-ডাউন করা হয়েছে।

খেলাধুলা এর আরও খবর: