অনুশীলনে ফিরেছেন লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির তারকারা

 প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:৩৫ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার, আউয়াল ফকির 

অনুশীলনিতে ফিরেছে পিএসজির তারকারা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ফাই্নাল এবং তার পরের মাসে চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে পিএসজির তারকারা।

নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে অন্য সব তারকারাও পিএসজির ট্রেনিং মাঠে উপস্থিত ছিল। তশাস টুখেলের দলের সব তারকাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে এদিন। করোনা ভাইরাস আছে কিনা এই পরীক্ষাও করা হয়েছে। প্রথমে ছোট ছোট গ্রুপে অনুশীলন হবে। এরপর সবাই মিলে অনুশীলন করবে পিএসজি তারকারা।

এবার মিশন চ্যাম্পিয়ানস লীগ।

খেলাধুলা এর আরও খবর: