যশোরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর হুমকির প্রতিকার চেয়ে থানায় জিডি।

 প্রকাশ: ২৪ জুন ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন   |   খেলাধুলা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।  


যশোরের সদর উপজেলায় ০২ নং নম্বর  লেবুতলা ইউনিয়নের মোঃ শামসুর রহমান (নিরব) সাংবাদিক ও মানবাধিকার কর্মী কে ৬ নং কাশিমপুর ইউনিয়নের কাজী ও তার পালিত কিছু বখাটের দলবল  এবং পালিত সন্ত্রাসীর উস্কানি পেয়ে বাল্য বিবাহের নিউজ সংগ্রহ করার কারনে,তাকে (নিরব) কে বাসা থেকে তুলে এনে হাড্ডি গুড্ডি ভেঙ্গে মাদক দিয়ে, না হয় বড় করে চাদাবাজির মামলা দিবে।

এই মর্মে হুমকি দেওয়া হয়। প্রয়োজনে  দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। ২৩-০৬-২০ তারিখ   সকাল ৭: ৩০ মিনিটে মুল কাজী আব্দুল হাই সিদ্দিকীর সহকারি কাজী,

মোঃ শহিদুল ইসলাম তার নিজস্ব মোবাইল ফোনে নিজের নাম প্রকাশ করে হুমকি প্রদান করে। আর ও বলে হুজুর দেখলে কি হবে,ভিতরে অন্য রকম। বর্তমানে সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রানের ভয়ে নিরাপত্তাহীনতায় নিজের জীবনে নিরাপত্তার জন্য, যশোর কোতয়ালী মডেল থানায় গত কাল মঙ্গল বার (২৩-০৬-২০২০) ইং তারিখে,  হুমকি দাতার নাম সহ সহযোগী কয়েকজনের নামে সাধারণ ডায়রী করেছে , যাহার নং ১১৯৬/২০

সাংবাদিক  মানবাধিকার কর্মী কে হুমকির ঘটনাকে কেন্দ্র করে  অত্র কাজী ও তার সহযোগী সহ পালিত সন্ত্রাসীদের  বিরুদ্ধে  থানায় যে জিডি (সাধারন ডায়রী) করেছে, সাংবাদিকরা তার সঠিক রহস্য উৎঘাটন দেখতে চাই। সাংবাদিকদের হুমকির বিষয়ে প্রত্যেক পত্র পত্রিকার ও মিডিয়ার সম্পাদক সহ প্রশাসনের সু- দৃষ্টি ও সাংবাদিকদের উপর যে হুমকির ইন্ধন দাতাদের সঠিক তথ্য উৎঘাটন করে আইনি ব্যবস্হা গ্রহন করার জন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখেই  একান্ত ভাবে আশাবাদি।

খেলাধুলা এর আরও খবর: