বাঁশবাড়িয়া ইউনিয়নের যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে প্রয়োজন প্রশাসনের সু-দৃষ্টি।

 প্রকাশ: ২৫ জুন ২০২০, ০২:১৮ পূর্বাহ্ন   |   খেলাধুলা


নিজস্ব প্রতিবেদক  :


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রথম ইউনিয়নের নামটি যদি আপনি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন - বাঁশবাড়িয়া যেটা গোপালগঞ্জ -১ আসনের প্রথম কর্ণধার মরহুম নজির আহাম্মদ তালুকদার সাহেবের একক কৃতিত্বে সম্ভব হয়েছে। তৎকালীন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের আমলেই বাঁশবাড়িয়া কে প্রথম ও কর্ণধারের জন্মভূমি হিসেবে ঐতিহ্য বাহী ইউনিয়ন হিসেবে সম্মানিত করা হয় । তার আমল থেকে এ পর্যন্ত (১৯৭৫-২০২০) ৪৫ বছরে অনেক পরিবর্তন এসেছে ।

কিন্তু ঐতিহ্য বাহী সেই ইউনিয়নের ঐতিহ্য এখন তলানিতে এসে গেছে । বরং যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

প্রধান কারন গুলোর মধ্যে রয়েছে - তাস,জুয়া, গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পৌঁছে গেছে ইউনিয়নটির প্রত্যন্ত অঞ্চলে যেগুলোর গড ফাদারদের হাত অনেক শক্তিশালী । গডফাদারদের সীমানা নির্ধারিত আছে । নিয়মিত তাস,জুয়ার আসর বসে এমন কয়েকটি চিহ্নিত এলাকার মধ্যে রয়েছে উজানী বাজার সোহেলের মার্কেট, ইউনিয়ন পরিষদ ভবন,ঘেচুয়া ব্রীজের পাশের বাড়ি, বাঁশবাড়িয়া উত্তর পাড়ার খাল পাড়ীতে , বাঁশবাড়িয়া পশু হাসপাতাল,আথালদিয়া দক্ষিণ বাড়ীর সামনে,খোরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে,ঝুটিগ্রামের মুন্সীবাড়ী,সবূর খাঁর বাড়ী,বরইলি ভিটা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি স্থানগুলো হয়ে উঠেছে যুব সমাজ নষ্টের অবাধ কেন্দ্রস্থল । এখানে দিনের ঝলমলে রৌদ্রের আলোতে আদূল গায়ে শুরু হয় জমজমাট জুয়ার আসর এবং রাত্রি ১০-১২ টা পর্যন্ত চলতে থাকে নিরবধি ।এমন কিছু জায়গা আছে যেখানে সারারাত অবাধে চলছে জুয়ার আসর..!!!!

এছাড়াও পথভ্রষ্ট এ যুব সমাজের হাতে সচরাচর ও সহজলভ্য হয়ে উঠেছে গাঁজা এমনকি বাদ যায় নি ইয়াবার ভয়াল থাবার সর্বনাশা নেশা !

এই জুয়ার প্রভাবে অত্র ইউনিয়নের দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পথে নেমে গেছে । অনেকে জমি বন্ধক রেখে জুয়ার আসরের টাকা পরিশোধ করেছে ।অনেকে টাকা না দিতে পেরে গ্রাম ছাড়া হয়ে গা- ঢাকা দিয়ে আছে। আরেকটি জমজমাট জুয়া হচ্ছে আইপিএল বা খেলা নিয়ে বাজি ধরা! আমাদের জানা মতে একটি পরিবার আছে যারা প্রায় ১৫ লক্ষ টাকা ঋণী আছে ! 

বালিয়াকান্দি ও উজানী বাজারের চায়ের দোকানগুলোতে জমে উঠেছে এ ধরনের আইপিএল বাজি !

এলাকার গড ফাদার রা নিয়ন্ত্রণ করছেন এসব জমজমাট জুয়ার আসর ! বিনিময়ে তারা পাচ্ছেন মোটা অংকের একটা উপার্জনের পাথেয় ।


এলাকা বাসীর দাবী : বাঁশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মোল্লাকে এ বিষয়ে কঠোর দৃষ্টি দিতে হবে পাশাপাশি টিএনও(জনাব তাসলিমা আলী) এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান - জনাব কাবির মিয়ার সহযোগিতা ও কঠোর হস্তক্ষেপ নিতে হবে !


এ বিষয়ে আমরা কথা বলছিলাম দার্শনিক (এম,এ দর্শন শাস্ত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ) ও সমাজ সেবক: " জনাব বদরুজ্জামান এজাজ" এর সাথে তিনি বলেছেন : প্রশাসন চাইলে যে কোন সহযোগিতায় তাদের পাশে থেকে ইউনিয়নের যে কোন উন্নয়ন মূলক কাজের শামিল হতে চাই এবং তিনি দক্ষিণ মুকসুদপুরের প্রাণ ভোমরা, রাজপথের বীর সন্তান, ভাবড়াশুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক - "জনাব রবিউল আলম সিকদার" এর কঠোর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন" !!!

খেলাধুলা এর আরও খবর: