থিয়াগো সিলভাকে আর্সেনালের দেখতে চায় ডেবিড লুইজ।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
পিএসজি তারকা থিয়াগো সিলভাকে দলে সাইন করাতে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা'কে পরামর্শ দিয়েছেন ডেবিড লুইজ।
কোচ জানিয়েছে তারা সিলভার এজেন্টের সাথে যোগাযোগ করছে।
আজ চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও চ্যাম্পিয়ানস লীগ খেলার জন্য পিএসজি সাথে আরো ২ মাসের চুক্তি বাড়িয়েছেন তিনি। তারপরই তিনি ক্লাব ছাড়বেন। তবে কোন ক্লাবে যাবেন তা এখনো নিশ্চিত হয়।
ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব সিলভার প্রতি আগ্রহ দেখিয়েছে যার মধ্যে আর্সেনাল, এভারটন, চেলসি, টটেনহামের মত বড় দলগুলো রয়েছে।