ডিজিটাল প্রক্রিয়ায় জিউধরা ইউনিয়নে ৮ দলীয় এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে

 প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৪:১০ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টারঃ মোঃ পলাশ হাওলাদার

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের এক অনলাইন গ্রুপ এর মাধ্যমে  ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।


আজ এ খেলায় অংশগ্রহণ করেছেন, ডুমুরিয়া সহ খনির খন্ড শাপলা ক্লাব ও ডেউয়াতলা সূর্যমুখী ক্লাব।



 সাংবাদিক মোঃ পলাশ হাওলাদার বলেন,


দল-মত নির্বিশেষে এই ইউনিয়নের সকল যুবকদের সহযোগিতায় এই খেলাটির আয়োজন করা হয়।


 সাংবাদিক মোঃ পলাশ হাওলাদার এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ তাকে বলেন, 


এই ইউনিয়নের অনেক যুবক আছে যারা বাহিরে থাকে কারো সাথে কারো পরিচিত নাই তাই সবাই মিলে একসাথে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করার জন্য সকলের সহযোগিতা দরকার তাই প্রথমেই আমরা একটি অনলাইন গ্রুপ খুলে এই খেলার আয়োজন করেছি।


সবার সাথে পরিচিত হওয়ার জন্য এবং এই ইউনিয়নের সকল যুবক মিলে আমরা একটি মডেল ইউনিয়ন তৈরি করব এই প্রত্যাশায় কাজ করে যাচ্ছি আমরা।

খেলাধুলা এর আরও খবর: