মাত্র ৩ মিনিটের ঝড়ে সবকিছুই এলোমেলো করে দিল নেইমার বাহিনী

স্টাফ রিপোর্টার আউজাল ফকির
মাত্র তিন মিনিটে আটলান্টাকে ঘুটিয়ে দিলো নেইমারের বাহীনি।
শুরুতেই হোঁচট খেয়েছে আটলান্টার মিডফিল্ডার পেসালিক এর কাছে। 27 মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেয় পেসালিক।
পিএসজির গোল সংখ্যা আরো হতে পারতো,শুরুতেই নেইমারের দুর্দান্ত গোল মিস করে তারপর এমবাপ্পে ও খুব সহজ গোল মিস করে।
পিএসজিকে ম্যাচ সমতা আনার জন্য খেলতে হয়েছে পুরো ৮৯ মিনিট।
৮৯ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত পাশে গোল করে দলকে সমতায় ফেরান আরাক ব্রাজিলিয়ান মার্কুহোস।
যোগ করা সময়ে এমবাপ্পের অসাধারণ অ্যাসিস্টে গোল করেন চুউপো মটিং। এই জয়ের ফলে পিএসজি চলে গেল চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে, যা চ্যাম্পিয়ন লিগের ইতিহাসের প্রথম সেমিফাইনালে যাওয়া পিএসজির।