নেইমার বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় সেটা সে প্রমাণ করেছে, আটলান্টার কোচ।

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাপ রিপোর্টার আউয়াল ফকিরঃ

গোল করেছেন মার্কুইনহোস। তার গোলেই পিএসজি ফিরে পেয়েছে প্রান। নতুন ভাবে লড়াই করার শক্তি পায় দলটি। সেই শক্তিতে বলিয়ান হয়ে দুই মিনিট পর দ্বিতীয় গোলটিও পেয়ে যায় দলটি। এবার গোল করেন মটিং।


তবে এই দুই গোল দাতার কেউ নয়, পিএসজি বনাম আটালান্টা ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন তিনি।


পিএসজির দুটি গোল দুজনে করেছেন। কিন্তু দুটি গোলই তৈরি হয়েছে নেইমারের থেকেই। ম্যাচের ৯০ মিনিটে মটিং দুর্দান্ত এক বাড়ান নেইমারের দিকে। নেইমারের থেকে বল পায় মার্কুইনহোস। আর কোন ভুল করেনি ব্রাজিলিয়ান এই তারকা। বল পাঠান আটালান্টার জালে।


যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে নেইমারের থেকে বল পায় এমবাপ্পে। এমবাপ্পে থেকে মটিং এবং গোল। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দুর্দান্ত এক কামব্যাক রচনা করে পিএসজি। আর দুটি গোলেই জড়িত থাকেন নেইমার।


এই ম্যাচের পর আটালান্টা কোচ বলেন, সে এমন একজন প্লেয়ার যার প্রতি আমরা পুরো মনোযোগ দিয়েছিলাম। কারণ আমরা দেখেছি সে অল্পতেই দ্রুত জায়গা নিতে পারে। সে বিপজ্জনক হতে পারে।


নেইমার একজন গ্রেট প্লেয়ার এবং সে এটা আবারো প্রমান করেছে। যদিও আমি মনেকরি আমরা তাকে কিছু কিছু সময়ে থামাতে পেরেছিলাম। তবে সে প্রমান করেছে সে টপ লেভেলের প্লেয়ার।

খেলাধুলা এর আরও খবর: