বারাকপুর অাড়ুয়া মাঠে বিরাট ফুটবল প্রতিযোগিতা।

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২০, ০৮:০৩ অপরাহ্ন   |   খেলাধুলা


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

দিঘলিয়া উপজেলাধীন ২নং বারাকপুর ইউনিয়নের আড়ুয়া মাঠে ১৩,৮,২০২০ তারিখ বিকাল চার ঘটিকার সময় এলাকার বিবাহিত বনাম  অবিবাহিত        ফুটবল প্রেমিদের উদ্যোগে  এক বিশাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়। ৯০ মিনিটের খেলায় বিবাহিত খেলোয়ারদের পরাজিত করে।২/০ গোলে  বিজয়ী হন অবিবাহিত খেলোয়ার। উক্ত খেলাটি পরিচালনা করেন বাবু বিশ্ব     অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব  করেন বিশিষ্ট  আওয়ামী  নেতা ও বারাকপুর ইউনিয়ন সদস্য জনাব হায়দার মোল্লা

খেলাধুলা এর আরও খবর: