বায়ার্নের সাথে মেসিকে খুজে পাওয়া যায় নি তার রুপে।

স্টাপ রিপোর্টার আউয়াল ফকির
উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা ও বায়ার্ন। কিন্তু কিসের হাইভোল্টেজ ম্যাচ, উল্টো সেটা এমন ভাবে একপেশে ম্যাচ বানালো যে বার্সার নাম কেবল স্কোর বোর্ডেই খোঁজে পাওয়া যায়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ভুতুরে এক ম্যাচ শেষ করেছে বার্সালোনা। বায়ার্নের কাছে ৮ গোল হজম করেছে তারা। দিয়েছে দুটি গোল যার একটি আবার আত্মঘাতী।
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে বার্সালোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে মাঠে দেখা গেল কমই। হয়তো কিছু বুঝে উঠার আগেই একের পর এক গোল হজম করে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ায় আর খেলাতেই মনোনিবেশ করতে পারেননি তিনি।
বায়ার্নের বিপক্ষে মেসিকে তার নিজের রুপে দেখা গেল ম্যাচের প্রথম মিনিটই। বায়ার্নের দ্বিতীয় গোলটি হওয়ার পূর্ব পর্যন্ত ভালো খেলেছিলেন মেসি। এই সময়ে তার একটি শট বারপোস্টে লেগেও প্রতিহত হয়েছিল। কিন্তু বায়ার্ন যখন ২২, ২৭, ৩১ মিনিটে টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রন পুরোপুরি নিয়ে নেয় তারপরই আর খেলায় সেই মেসিকে দেখা যায়নি।