চ্যাম্পিয়ান লিগ ফাইনাল খেলতে পারবে না নেইমার।

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন   |   খেলাধুলা


প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয় 


ইতিহাসে প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা পিএসজি’র অন্দরমহলে জেঁকে বসেছে দুশ্চিন্তা। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে দলটির তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে বড় এক অনিশ্চয়তা।এই অনিশ্চয়তার কারণ খোদ নেইমারই। ম্যাচ শেষে প্রতিপক্ষ লাইপজিগের খেলোয়াড় মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন তিনি, যা করোনা-প্রোটোকলের নিয়মবিরুদ্ধ। আর এই নিয়ম ভাঙার জন্য নির্বাসিত হতে পারেন ব্রাজিলের তারকা।


পর্তুগালের লিসবনে মঙ্গলবার সেমি-ফাইনাল লড়াইয়ে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পিএসজি। প্রথমবারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠতে পেরে প্যারিসের ক্লাবটির ছিল বাধভাঙা উল্লাস।


খুশির জোয়ারের মধ্যে নেইমারের মাথায় ছিল না করোনা প্রটোকলের কথা। প্রতিপক্ষের খেলোয়াড় হালস্টেনবার্গের চাওয়া অনুযায়ী জার্সি বদল করে ফেলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। নেইমারের এই ‘বোকামি’ এখন কাল হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।


করোনাভাইরাসের জন্য ফুটবলের নিয়মনীতিতে একাধিক পরিবর্তন এসেছে।  নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ফুটবলাররা আগের মতো জার্সি বদল করতে পারবেন না। জার্সি বদল করলে জীবাণু সংক্রমিত হতে পারে। সেই কারণেই উয়েফা নিয়ম করেছে, জার্সি বদল একেবারেই নয়।


আর নেইমার সেই বিরুদ্ধ কাজটাই করলেন। উয়েফার নতুন নিয়মে বলা আছে, নিয়ম লঙ্ঘন করে ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে উয়েফার নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।


এ ছাড়া সংশ্লিষ্ট ফুটবলারকে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। আর ঠিক পাঁচ দিন পরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যদি ১২ দিনের সেলফ আইসোলেশনের নিয়ম মানা হয়, তা হলে নেইমারকে ছাড়াই ফাইনালে নামতে হবে পিএসজি’কে।

খেলাধুলা এর আরও খবর: