চ্যাম্পিয়নস লীগ ফাইনালে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামছে পিএসজি

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২০, ০৪:০৬ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ

ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে নিজেদের সেরা একাদশ নিয়ে খেলতে পারেনি পিএসজি। অফিসিয়ালভাবে কনফার্ম করা না হলেও ইনজুরি কাঁটিয়ে নাভাসের একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত। এছাড়া ভেরাত্তি থাকছেন শুরুর একাদশে। নাভাস ফিরে আসায় রিকো একাদশের বাইরে থাকবেন এবং ভেরাত্তি ফেরায় প্যারাদাস কিংবা হেরেরাকে একাদশের জায়গা হারাতে হবে। যেহেতু বায়ার্ন মিউনিখ খুব ফাস্ট ফুটবল খেলে তাই হেরেরাকে একাদশে রাখা হবে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। 


পিএসজির সম্ভাব্য

একাদশঃ

ফর্মেশনঃ ৪-৩-৩

গোলকিপারঃ নাভাস

ডিফেন্ডারঃ সিলভা, খেরার, কিম্পাম্বে, বার্নাট

মিডফিল্ডারঃ মার্কুইনহোস, ভেরাত্তি, হেরেরা

 ফরোয়ার্ডঃ নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া

খেলাধুলা এর আরও খবর: