পিএসজি টিম এ করোনার হানা। পজেটিভ নেইমার

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার আউয়াল ফকির

এখন পর্যন্ত বিশ্বের অনেক তারকা ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম। বুধবার সন্ধ্যায় বিশ্বের নামকরা সব সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়েছে।


নেইমারের ক্লাব পিএসজি টুইটারে জানিয়েছে যে, তাদের ক্লাবের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত। তবে, লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ক্লাবটি করোনায় আক্রান্তদের নাম প্রকাশ করেনি।


কিন্তু ফ্রান্সের একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, এর মধ্যে নেইমারের নাম রয়েছে। বাকি দুইজনের মধ্যে একজন হলেন পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া এবং অপরজন লিওনার্দো প্যারেডেস।

খেলাধুলা এর আরও খবর: