বাফুফের সহ-সভাপতি পদপ্রার্থী মানিক ফুটবলকে নিতে চায় স্বর্ণযুগে!।

মোরশেদ আলমঃ
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের সন্তান সফল ব্যবসায়ী দেশের সুনামধন্য কোম্পানি তমা কনস্ট্রাকশন ও তমা গ্রুপের চেয়ারম্যান নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঞা মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেলে ৬ নং ব্যালটে নির্বাচন করছেন। যা অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে এইবছর সহ-সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন ৮ জন। যার মধ্যে আছেন বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়ালও! দেশের ক্রিড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময়ে খেলাধুলায় সরাসরি অনুদান দিয়ে আসছেন তিঁনি। দেশের রাজনীতি এবং ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামাজিক কাজেও সকলের মন জয় করেছেন মানিক ভূঞা। গত ২ বছরে নিজ উপজেলা সোনাইমুড়ীতে ১৫০ এর অধিক হতদরিদ্র মেয়েদের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিঁনি। তিঁনি গত রমজানে করোনাকালীন সময়ে বাফুফের পক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করেও আলোড়ন সৃষ্টি করেন। তিনি নিজ উপজেলায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ নানা কাজে আর্থিক অনুদান করে আসছেন। স্থাপন করেছেন দৃষ্টিনন্দন সোনাইমুড়ী উপজেলা জামে মসজিদ। তাঁর নিজ গ্রাম হোসেনপুরে সোনাইমুড়ী উপজেলার শিক্ষার উন্নয়নে স্থাপন করেন আতাউর রহমান ভূঞা মানিক স্কুল এন্ড কলেজ। আতাউর রহমান বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আতাউর রহমান মানিক খেলাধুলার জন্য নিয়মিত অনুদান করে থাকেন। বিভিন্ন ক্লাবও তার থেকে অনুদান গ্রহন করে। আমি নিজেও প্রয়োজন হলে অনুদান গ্রহন করি তার কাছ থেকে। আমি নিজেই উনাকে বলেছি, ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশর ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আপনার মত দানশীল ক্রীড়াপ্রেমিদের সামনে থেকে বাংলাদেশের ফুটবলকে নেতৃত্ব দিলে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে। তাই তিনি সহ-সভাপতি পদে নির্বাচন করছেন। আমি তার জয়ের ব্যাপারে আশাবাদী কারন, তিনি প্রতিটি জেলাও বিভাগীয় শহরের ফুটবলের জন্য নানা সময় অবদান রেখেছেন।
আতাউর রহমান ভূঞা মানিক অসংখ্য প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন যার মধ্যে অন্যতম হলোঃ তিঁনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক, নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ট্রাস্ট ইসলামি লাইফ ইনসুরেন্সের চেয়ারম্যান, তৌহিদা মানিক ট্রাস্টের চেয়ারম্যান, মেরিডিয়ান ফিন্যান্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, তমা ট্যাক্সির চেয়ারম্যান, ম্যাক্স ফাওয়ারের পরিচালক, তমা গ্রুপের চেয়ারম্যান, তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান, এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
তাঁর ফুটবল ফেডারেশন নির্বাচনের খবরে নোয়াখালীবাসী আনন্দিত, নোয়াখালীবাসী তাঁর নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এজন্য তারা বিভিন্ন জায়গায় তাঁর জন্য দোয়ার আয়োজন করেছেন। নোয়াখালীবাসী গর্বিত এমন মহৎপ্রাণ একজন মানুষ ফুটবলের জরাজীর্ণ অবস্থায় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাফুফের হাল ধরেছেন বলে।
এদিকে আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল। তখন আতাউর রহমান ভূঞা মানিক উপস্থিত ছিলেন।
নির্বাচন এবং ইশতেহার নিয়ে মানিক বলেন, আমি ৬ নং ব্যালটে সহ-সভাপতি পদপ্রার্থী। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন আমি তাঁদের দোষের বা সমালোচনার ভার নিতে চাই না। আমি নতুন করে আসছি ইশতেহার ঘোষণা করা হয়েছে, ইশতেহার হচ্ছে একটা স্বপ্ন। আমরা এমন কোনো স্বপ্ন নিয়ে এগোতে চাই না যা হাস্যকর হবে, এবং পূরণ করতে পারবো না। স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি। আমি চাইবো আমি নির্বাচিত হলে আমাদের ঘোষণাকৃত ইশতেহার যথাযথ এবং সঠিক সময়ে বাস্তবায়ন করতে। বাংলাদেশের ফুটবলকে বৈশ্বিক দরবারে সম্মানজনক স্থানে পৌঁছাতে চাই। দেশবাসীর কাছে আমি সহযোগিতা এবং দোয়া কামনা করি।