মুখোমুখি ফুটবলের দুই মহাতারকা।

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০২:০২ অপরাহ্ন   |   খেলাধুলা


প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ

 ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে এটা নিয়ে ফ্যানদের আগ্রহের কমতি ছিলো না। অবশেষে গতকাল রাতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো গ্রুপ পর্বের টিম গুলোর নাম।বরাবরের মত এবার ও ৩২টি টিমকে ৮ টি গ্রুপে ভাগ করছে।



২০২০-২১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিওনেল মেসির বার্সেলোনার  প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস।


আবারো ফুটবল বিশ্বের দুই সেরা খেলোয়াড় ও দুই চির প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং ছয়বারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির লড়াই দেখবে ফুটবল বিশ্ব।


যদি ও এই দুই মহাতারকার মুখোমুখিতে মেসি অনেকটা এগিয়ে। মেসি কি পারবে তার সাফল্য ধরে রাখতে নাকি রোনালদো ভাগ বসাবে। এটার উত্তর সময় বলে দিবে। তবে লড়াইটা হবে জমজমাট ফুটবল ভক্তরা হোম & অ্যাওয়ে ম্যাচ দুটো দেখার জন্য মুখিয়ে আছে। এদের মত মহাতারকা আছে বলেই ফুটবলটাকে ফ্যানরা এনজয় করে। দিনশেষে জয় হোক ফুটবলের।

খেলাধুলা এর আরও খবর: