সেল্টার মাঠে পাঁচ বছর পর জয় পেল বার্সা।

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০২:৩৪ অপরাহ্ন   |   খেলাধুলা


থানা প্রতিনিধি মোঃরিয়াজঃ

 নিজেদের দ্বিতীয় ম্যাচে সেল্টার বিপক্ষে জয় পেল বার্সেলোনা।


 প্রথমার্ধেই ১০ জনে পরিণত হয় বার্সেলোনা লাল কার্ড পেয়ে বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমন লেংলে।


তারপরও বার্সেলোনার অ্যাটাকিং ফোর্স আরো বেড়ে যায় ৩_০ নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা।


সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড নেয় বার্সেলোনা, ১১ মিনিটে কাতালান জায়ান্টদের লিড এনে দেন হালের সেনসেশন আনসু ফাতি।


৫১ মিনিটে মেসির পাস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের গোলে আত্মঘাতী গোল ঢুকিয়ে দেন সেল্টার লুকাস ওলাজ।


ম্যাচের একেবারে শেষ সময় তৃতীয়  গোল পান মেসির দল এবার স্কোরে নাম তোলেন সার্জিও রবার্তো।

খেলাধুলা এর আরও খবর: