শুভ জন্মদিন জলতান ইব্রাহিমোভিচ

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৪:০৮ পূর্বাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার-হৃদয় হোসেন রত্ন

জলাতান ইব্রাহিমোভিচ জন্ম ৩ অক্টোবর ১৯৮১ হলেন একজন সুইডিশ পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি স্ট্রাইকার হিসেবে খেলেন লীগ ১ ক্লাব পারি সাঁ-জের্‌মাঁর হয়ে এবং সুইডেনের হয়ে যেই দলের তিনি হলেন দলনেতা। ইভ্রাহিমোভিচ তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯০ সালের পরবর্তী সময়ে মালমো এফ এফ ক্লাবের হয়ে রোনাল্ড অ্যান্ডারসনের তত্ত্বাবধানে। আয়াক্স তাকে সই করায় এবং রোনাল্ড কোইম্যানের তত্ত্বাবধানে তার অনেক খ্যাতি হয়। পরে তিনি জুভেন্টাসে সই করেন ১৬ মিলিয়ন ইউরোর বদলে। ইভ্রাহিমোভিচ খ্যাতি অর্জন করেন সিরি এ তে খেলে, দাভিদ ত্রেজেগের সাথে তার স্ট্রাইক পার্টনারশিপের মাধ্যমে। মেসি-রোনালদো অতি উজ্জ্বল নক্ষত্র থাকা সত্বেও এই ফুটবল বিশ্বে আরো যে তারকাগুলো চাঁদের মহিমা প্রদর্শন করেছেন জলতান তাদের মধ্যে একজন।

তার জন্মদিনে আলোচিত বার্তার পক্ষ থেকে শুভকামনা রইল।

খেলাধুলা এর আরও খবর: