মেহেরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ক্লাব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১২:১১ পূর্বাহ্ন   |   খেলাধুলা


মোঃ সাইমুন ইসলামঃ

মেহেরপুর পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজের আয়োজনে শহীদ মিজানুর রহমান রিপন সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের এক নম্বর ওয়ার্ড বোসপাড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এমডি  মোস্তাক মিলন, জাগ্রত তরুণ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সোহাগ,দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন ও জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়ব রহমান দুরন্ত প্রমুখ।


উদ্বোধনী খেলায় গোল্ড কিং এবং জাগ্রত তরুণ সম্প্রদায় ক্লাব অংশগ্রহণ করেন। উক্ত খেলায় এক গোল করে জয়লাভ করেন গোল্ড কিং। উক্ত খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন লাল্টু। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মনা ও খায়রুল। টুর্ণামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। টিমগুলো হলো জাগ্রত তরুণ সম্প্রদায়, গোল্ড কিং,কোভিড-৯ জুনিয়ার বয়, ত্রিমনি একাদশ বোসপাড়া একাদশ, টিম ০৪, নিউ বম্বে এফ,সি। আয়োজনে পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজের সভাপতি শিলন আলী।

খেলাধুলা এর আরও খবর: