নেইমার একদিনেই ভাঙলেন মেসির ২টি রেকর্ড।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
আজকে বলে বিয়াও ব্রাজিলের ম্যাচে নেইমার এই রেকর্ড ২টি করেন।
যার কারণেএকদিনেই মেসির দুইটি রেকর্ড ভেঙে দিলেন পি এস জি ও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। প্রথমটি হলো, আন্তর্জাতিক ফুটবলে মেসির ৪২ এসিস্টকে পেছনে ফেলে ৪৪ এসিস্ট নিয়ে সর্বকালের সেরা এসিস্ট দাতা এখন নেইমার।
আর দ্বিতীয় টি হল, আন্তর্জাতিক ফুটবলে একম্যাচে মেসির সর্বোচ্চ ১৫ ড্রিবলিং কে পেছনে ফেলে ১৮ টি সফল ড্রিবলিং করে শীর্ষে নেইমার।অভিনন্দন নেইমার জুনিয়র।
নেইমারই একমাত্র খেলোয়ার যে একদিনেই 2 টি রেকর্ড স্পর্শ করলেন তাও আবার মেসিকে পেছনে ফেলে।