মেহেরপুরের শোলমারী প্রিমিয়ার ফুটবল টুর্ণামেন্টের আজকের খেলাটি ড্র।

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার শোলমারী ফুটবল মাঠে অনুষ্ঠিত শোলমারী প্রিমিয়ার ফুটবল টুর্ণামেন্টে শোলমারী স্পোটিং ক্লাব ও বিকেএসপি পয়েন্ট ভাগাভাগি করেছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় শোলমারী স্পোটিং ক্লাব ও বিকেএসপির মধ্যকার খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রথমার্ধে বিকেএসপির উজ্জ্বল গোল করে দলকে এগিয়ে নেন, খেলা শেষ হওয়ার এক মিনিট পূর্বে পেনাল্টির মাধ্যমে গোল করে স্পোর্টিং ক্লাব খেলায় সমতা ফেরান। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন উজ্জল।